মিশরীয় সভ্যতারও প্রাচীন! আটাকামা মরুতে ৫০০০-এর বেশি বছর ধরে অপেক্ষায় অসংখ্য মমি
মিশরীয় সভ্যতার অন্যতম আকর্ষণ পিরামিডের ভিতের প্রাচীন মমি৷ একইসঙ্গে ইতিহাস ও রহস্যের আকর এই মমি৷ কিন্তু বহু যুগ ধরে গবেষণার পর ঐতিহাসিকদের মত, মিশরীয়দেরও আগে মমি তৈরিতে সিদ্ধহস্ত ছিল অন্য সভ্যতা৷ সেই সভ্যতা ছড়িয়ে ছিল চিলে এবং পেরুর উপকূলীয় অংশ জুড়ে৷ বিশ্বের শুষ্কতম জলবায়ুর মধ্যে তীব্রতার দিক দিয়ে প্রথম সারিতে থাকা চিলের আটাকামা মরুভূমিতে পাওয়া গিয়েছে সেরকমই মমি৷ কয়েক হাজার বছর ধরে তার চামড়া, চুল, পোশাক রয়েছে কার্যত অটুট৷ কল্যাণে চিলির আটাকামা মরুভূমির শুষ্ক জলবায়ু৷ ইতিহাসবিদদের মত, মিশরীয় সভ্যতা…