একটু কম ওজন… ছেলের প্রশিক্ষণের ভিডিয়ো দেখেই চিন্তায় পড়ে যান নীরজ চোপড়ার মা
প্যারিস অলিম্পিক্সের রুপোর পদক জয়ী নীরজ চোপড়া নিজের মাকে নিয়ে একটি মজার কথা প্রকাশ করেছেন। নীরজ চোপড়া বলেছেন যখনই তাঁর ওজন তোলার প্রশিক্ষণের ভিডিয়ো তাঁর মা দেখেন তখন তিনিঅবাক হয়ে যান ও নীরজকে আরও কম ওজন তুলতে বলেন। এর কারণ হল এই ধরনের অনুশীলনের সময় নীরজের আঘাতের বিষয়ে উদ্বিগ্ন থাকেন তাঁর মা। দীর্ঘস্থায়ী কুঁচকির ইনজুরিতে ভুগছেন নীরজ চোপড়া। তিনি সাম্প্রতিক প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জিতেছেন, তিন বছর আগে অলিম্পিক গেমসের টোকিও সংস্করণে একটি ঐতিহাসিক সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ৮…

