Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মোমের আলো জ্বালিয়ে পড়াশোনা…! চা বাগানের নতুন ‘আলো’ জয়বাহাদুর রাই
মোমের আলো জ্বালিয়ে পড়াশোনা…! চা বাগানের নতুন ‘আলো’ জয়বাহাদুর রাই

আলিপুরদুয়ার: দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে চা বলয়ের এক যুবকের নেট জুনিয়ার রিসার্চ ফেলোশিপের পরীক্ষায় উত্তীর্ন হওয়াতে ছড়িয়ে পড়ল আনন্দ। দলসিংপাড়া রণবাহাদুর বস্তির যুবক জয় বাহাদুর রাই। ছোটবেলা থেকেই পড়াশুনোর প্রতি তার ভালবাসা ছিল অমোঘ। বাড়িতে যখন রাতের বেলায় বিদ‍্যুতের আলো থাকত না তখন মোমবাতির আলো জ্বালিয়ে পড়াশুনো চালিয়ে যেত সে। এভাবেই স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ন হয়েছে জয় বাহাদুর। বাবা চন্দ্র বাহাদুর রাই চা শ্রমিক। বাড়িতে জয়বাহাদুর রাইয়ের একটি ভাই রয়েছে। স্নাতকত্তোর পরীক্ষার পর থেকে রিসার্চ করার জন‍্য চেষ্টা…

Read More