৫৫ মিটার লম্বা সুড়ঙ্গ, সঙ্গে ২ ভিডিও! অল-শিফা হাসপাতালে জঙ্গি কাজকর্মের ‘প্রমাণ’ ইজরায়েলের
নয়াদিল্লি: স্রেফ তত্ত্ব নয়, একেবারে হাতেগরম ‘প্রমাণ’। গাজার অল-শিফা হাসপাতাল (al shifa hospita In gaza) চত্বরে যে জঙ্গি কার্যকলাপ চলছিল, তার ‘প্রমাণ ‘ হিসেবে সেখানে হদিশ মেলা একটি সুড়ঙ্গের কথা জানাল ইজরায়েল। বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত সুড়ঙ্গটি অন্তত ৫৫মিটার লম্বা। মাটি থেকে ১০ মিটার গভীরে তৈরি করা হয়েছে এটিকে, দাবি ইজরায়েলের (Arab Israel War)। শুধু তাই নয়। পরে দুটি ভিডিও প্রকাশ করে বেঞ্জামিন নেতানইয়াহু প্রশাসন। তাতে দেখা যাচ্ছে, দু’জন পণবন্দিকে জোর করে হাসপাতালে ঢোকাচ্ছে হামাস জঙ্গিরা। ইজরায়েলের দাবি, ভিডিওটি…