Nipah Virus Outbreak In Kerala: কেরালা বাড়ছে নিপা ভাইরাসের দাপট, সাময়িক বন্ধ স্কুল-অফিস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালায় এখন আতঙ্কের আর এক নাম নিপা ভাইরাস। নিপা ভাইরাসের সংক্রমণের জেরে কেরালার সাতটি গ্রামকে ইতিমধ্যেই ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। কোঝিকোড়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির কেরালায় নিপা ভাইরাসের আক্রান্ত হয়েছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে মস্তিষ্ক-ক্ষতিকারক ভাইরাসের অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ল। কেরলের কোঝিকোড়ে ৩৯ বছরের এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬। এর মধ্যে মৃত্যু হল ২ জনের।…