Ranbir Kapoor: শ্যুটিং শুরুর আগেই বিপাকে 'রামায়ণ'! রণবীরের ছবি থেকে হাত তুললেন প্রযোজক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপাকে রণবীর কাপুরের রামায়ণ। ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে বিপত্তি। জানা গিয়েছে, প্রযোজক মধু মন্টেনা ছবি থেকে সরে গিয়েছেন। রামায়ণ ছবিটি নীতেশ তিওয়ারির পরিচালনায় আল্লু অরবিন্দ এবং মধু মন্টেনা সহ-প্রযোজনা করছিলেন। কিন্তু হঠাৎই এমন সিদ্ধান্ত কেন মধু মন্টেনার, তা অবশ্য জানা যায়নি। খবরটি রটে গেলেও, প্রযোজক আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। শুধু তাই নয় ছবির নির্মাতারা এখনও এই খবরটিকে সমর্থন করেননি। অন্যদিকে, নমিত মালহোত্রা DNEG-এর সিইও – একটি অস্কার বিজয়ী VFX কোম্পানি – এখন রামায়ণের…