NMACC to present The Great Indian Musical: ভারতীয় সংস্কৃতি এবার বিশ্বমঞ্চে! নিউ ইয়র্কে নীতা আম্বানির ‘ইন্ডিয়াস মেট গালা’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীতা আম্বানির ‘ইন্ডিয়াস মেট গালা'(India’s Met Gala) এবার নিউ ইয়র্কের বিখ্যাত লিঙ্কন সেন্টারে। আমন্ত্রিত অতিধিদের জন্য থাকছে আম্বানিদের জন্য তৈরি বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার তাঁতের বিশাল সম্ভার। সঙ্গে শেখ বিকাশ খন্নার তৈরি খাবার। পোশাকি নাম, ‘নীতা মুকেশ আম্বানি কালচার সেন্টার'(NMACC)। এই সংস্থার যাত্রা শুরু হয়েছে ২০২৩ সালে। তবে এই সংস্থার আয়োজিত অনুষ্ঠানটি ইন্ডিয়াস মেট গালা'(India’s Met Gala) নামে বেশি পরিচিত। রেড কার্পেটে হেঁটেছেন শাঙরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের মতো তারকারা। সংস্থা প্রতিষ্ঠাতা ও…

