আকাশে পাড়ি ১৫০০০ কিলোমিটারেরও বেশি পথ; বিশ্বের দীর্ঘতম বিমান যাত্রাপথ বিস্ময়কর
বিমানে ভ্রমণ সর্বদাই আনন্দদায়ক। বিশেষ করে দূরের পথ অতিক্রম করতে হলে বিমানযাত্রার বাইরে আর কোনও কিছু তালিকায় রাখাই যায় না। আজ আমরা এমন কিছু দীর্ঘতম নন-স্টপ ফ্লাইটের কথা বলব যেগুলি এক দেশ থেকে বহুদূরের যাত্রা পথ পেড়িয়ে অন্যদেশে পাড়ি দেয়। সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক এশিয়া থেকে উত্তর আমেরিকা এই দুই বৃহৎ মহাদেশ জুড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ24 চলাচল করে। এই ফ্লাইটটি যাত্রীদের সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে Airbus A350-900-এর মাধ্যমে নিয়ে যায়। এই ফ্লাইটটি পৃথিবীর…