আগামিকাল লঞ্চ হতে চলেছে Nothing Phone 1! কী কী ফিচার থাকছে এতে?
Nothing Phone 1 লঞ্চ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বলা বাহুল্য Nothing-এর স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা জমে উঠেছে। কার্ল পেই শুরু থেকে প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। লঞ্চিংয়ের খবর প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক সোরগোল তুলেছিল এই কোম্পানি। প্রোডাক্ট লঞ্চিংয়ের কথা মাথায় রেখে কোম্পানির মালিক ইতিমধ্যেই বেশ কয়েকটি সাক্ষাৎকারও দিয়েছেন। এবারে জানা যাক কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে- এই ডিভাইসটিতে থাকছে Glyph ইন্টারফেস সহ একাধিক এলইডি নোটিফিকেশন লাইট। এতে থাকছে দুর্দান্ত বেশ কিছু অত্যাধুনিক…