রাজ্য সমবায় থাকতে Amul কেন! গুজরাতি পণ্য চাপানোর অভিযোগ, গণভোটের দাবিতে কর্নাটকে অস্বস্তিতে BJP
বেঙ্গালুরু: একটি মাত্র ঘোষণা, আর তাকে ঘিরেই উত্তাল ভোটমুখী কর্নাটক। হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগের পর এ বার রাজ্যে গুজরাতের পণ্য় চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে (Amul)। পরিস্থিতি এতটাই তেতে উঠেছে যে, দাবি উঠছে গণভোট করানোরও। আসন্ন বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Elections 2023) আগে স্বভাবতই তাতে বিপাকে পড়েছে বিজেপি (BJP)। বিতর্কের সূত্রপাত একটি বিজ্ঞাপনী ঘোষণাকে ঘিরে, যাতে গুজরাতের দুগ্ধ এবং দুগ্ধজাত সামগ্রী সংস্থা Amul জানায়, অনলাইন অর্ডার পেলে এ বার থেকে বেঙ্গালুরুতেই দুধ এবং দুগ্ধজাত সামগ্রী সরবরাহ করবে তারা। কর্নাটকে নিজস্ব…