OPPO Find X9 Series: OPPO-র সবচেয়ে নির্ভীক “Do-Everything” ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা
“পারফেক্ট ফোন”–এর ধারণা বারবার বদলায় তার একটাই কারণ আছে। আজ যেসব কাজ আমরা একটিমাত্র ডিভাইসের কাছে চাই, পাঁচ বছর আগেও সেগুলো শুনলে হাস্যকর লাগত। আমরা চাই আমাদের ফোনই হোক ক্যামেরা, এডিটিং রিগ, গেমিং কনসোল, প্রোডাক্টিভিটি হাব, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রেকর্ডিং স্টুডিও, ট্রান্সলেটর, নোটপ্যাড—আর এমন এক সঙ্গী, যে জীবনের বিশৃঙ্খলা সামলাতে সামলাতে মাঝপথে হার মানবে না। ক্রিয়েটররা চান নির্ভরযোগ্যতা আর স্বচ্ছতা। গেমাররা চান বাড়তি শক্তি আর এমন কুলিং—যা তাদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলে। প্রফেশনালরা চান এমন এক অ্যাসিস্ট্যান্ট, যে বাধা…

