ধাঁধা, নাকি মন বোঝার পথ? ছবিতে কোন প্রাণী প্রথম দেখছেন, উত্তরেই চেনা যাবে আপনাকে
একটি ছবি। তার মধ্যে দু’টি প্রাণী। কারও কারও প্রথমে চোখে পড়ছে একটিকে। কারও অন্যটিকে। কিন্তু কার চোখে কোনটি আগে পড়ছে, সেই উত্তর থেকেই নাকি চেনা যাবে মানুষকে। হালে এমনই এক ছবি জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে রয়েছে দু’টি প্রাণী। একটি ব্যাঙ আর একটি ঘোড়া। কোন প্রাণীটির ছবি আপনার প্রথমেই চোখে পড়ছে, সেটির উপর নির্ভর করেই বলা সম্ভব আপনি কেমন মানুষ। রইল তার উত্তর। ব্যাঙটিকে দেখতে পাওয়ার অর্থ কী? যদি প্রথমেই ব্যাঙের ছবিটি দেখতে পান: যদি ঘোড়ার ছবিটি চোখে…