এই ছবিতে ভুল কোথায়, ৯৯ শতাংশ মানুষ প্রথমে সঠিক উত্তর দিতে পারেননি
#নয়াদিল্লি: কখনও আঁকা ছবি, কখনও আবার তোলা ছবি, মাঝে মাঝেই ছবির ধাঁধা এমন ভাবে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে ছবি থেকে আসল সত্যিটা খুঁজে বার করা একান্তই অসম্ভব। তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে ট্যুইটারে। ছবিটি এক ঝলক দেখেই আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে ছবিতে সমস্যা কোথায় আছে। পারেননি, তা হলে এ বার বাকি প্রতিবেদনটি খুঁটিয়ে পড়লে বুঝতে পারবেন সমস্যা ঠিক কোথায়। আসলে প্রথম দেখায় কার্যত ৯৯ শতাংশ মানুষই বলতে পারেননি, এই ছবিতে কোথায় সমস্যা রয়েছে। সেই কারণেই ভাইরাল…