Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১৭ বছরের মেয়ের অঙ্গে প্রাণ রক্ষা বাবার, এর আগে এত কম বয়সে কেউ এ কাজ করতে পারেননি
১৭ বছরের মেয়ের অঙ্গে প্রাণ রক্ষা বাবার, এর আগে এত কম বয়সে কেউ এ কাজ করতে পারেননি

বয়স এখনও ১৮ পেরোয়নি, অথচ মন পেরিয়ে গিয়েছে অনেকটা পথ। দুসাহসী পদক্ষেপ নেওয়ার কায়দাই বলে দেয় সে কথা। ১৭ বছরের কিশোরী দেবানন্দা সম্প্রতি অঙ্গদান করে তেমনই সাহসের পরিচয় দিল। কী কারণে হঠাৎ অঙ্গদান? তার বাবার ক্রনিক লিভার রোগ। লিভার প্রতিস্থাপন না করলেই নয়। এমন অবস্থায় লিভার প্রতিস্থাপন করতে হলে অঙ্গদাতা চাই। এদিকে অঙ্গদাতা হিসেবে পাওয়া যাচ্ছে না কাউকে। পাওয়া গেলেও দেখা যাচ্ছে, তার লিভার বাবার শরীরের জন্য উপযু্ক্ত নয়। অবশেষে উপায় না দেখে মেয়ে ঠিক করল তার লিভার দিয়েই…

Read More