দরকারে এবার ট্রেনেই মিলবে নগদ টাকা! ‘এটিএম কোচ’-এ যাত্রীদের সুবিধা অনেক
রীতিমতো বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করে ফেলল ভারতীয় রেল। চলন্ত ট্রেনে বসানো হল একটি এটিএম। কলকাতা: যাতায়াতের সময় কখন এবং কেন নগদ টাকার প্রয়োজন পড়তে পারে, তা আগে থেকে বলা মুশকিল। ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস, সংক্ষেপে ইউপিআই, ডিজিটাল লেনদেনে সহায়তা করে এই বিষয়ে দেশের কোটি কোটি নাগরিকের পাশে থাকে। তবে, ইন্টারনেট না থাকা, সংশ্লিষ্ট ব্যাঙ্কের সার্ভার ডাউন, সর্বোপরি দৈনিক লেনদেনের সীমা এরকম অনেক বিষয় ইউপিআই পেমেন্টের সঙ্গে যুক্ত থাকে। অবশ্য, এই ব্যাপারে এখন রীতিমতো বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করে ফেলল ভারতীয় রেল।…

