Sumit Antil | Paris Paralympics 2024: নীরজ পারেননি, করে দেখালেন সুমিত! ঐতিহাসিক রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪০ কোটি দেশবাসীর মুখে প্রতিনিয়ত হাসি ফোটাচ্ছেন ভারতীয় প্যারালিম্পিয়ানরা। সোম রাতে প্যারা জ্য়াভলিন থ্রোয়ার সুমিত আন্তিল (Sumit Antil) ইতিহাস লিখলেন। প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) সোম রাতে সুমিতের বর্শামঙ্গলে এল সোনা। টোকিও প্যারালিম্পিক্সে সোনা জেতা সুমিত তাঁর সোনা ধরে রাখলেন। সোনিপতের ছেলে এদিন এফ ৬৪ ক্য়াটেগরিতে ৭০.৫৯ মিটার দূরে জ্য়াভলিন পাঠিয়ে শুধু সোনাই জিতলেন না, প্যারালিম্পিক্স রেকর্ডও করলেন। ভারতীয় শ্য়ুটার অবনী লেখারার (Avani Lekhara) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সুমিত পরপর দুই প্যারালিম্পিক্সে গলায় ঝোলালেন…