প্রেমিকার সিঁথিতে লাল আবির দিয়েছিলাম দোলে, তার সঙ্গেই কাটালাম ৫২ বছর: পরাণ বন্দ্যোপাধ্যায়
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দোল যেমন রঙের উৎসব, তেমন তো প্রেমেরও। বসন্তে রং তো রঙিন করে তোলে মনকেও.. কখনও আবার ফিরিয়ে দেয় কত রঙিন স্মৃতিকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আর রং খেলা হয় না.. তবে দোল মনে করিয়ে দিয়ে যায়, ফেলে আসা বসন্তের স্মৃতি। অভাবে সংসারে রং খেলার বিলাসিতা ছিল না। কেবল একবারই লাল আবির নিয়ে সাহস করে গিয়েছিলেন প্রেমিকার বাড়ি। তারপরে? দোলের রঙিন স্মৃতি ফিরে দেখলেন প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। কোনোদিনও দোল খেলার প্রচলন ছিল না…