হৃতিকের বাহুলগ্না সাবা, ‘জীবনের সেরা রাত…’, প্রেমিকের পোস্টে বড় মন্তব্য নায়িকার
হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না তাঁরা। সাবা এখন রোশন পরিবারেরই একজন হয়ে উঠেছেন। হৃতিকের পরিবারের সব সেলিব্রেশনে হাজির থাকেন তাঁর ১৭ বছরের ছোট প্রেমিকা। ব্যতিক্রম নয় পশমিনার জন্মদিনের পার্টি। হৃতিকের তুতো বোন পশমিনা রোশন। সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের সুন্দরী কন্যা শুক্রবার জীবনের আরও এক বসন্ত পার করে ফেলল। সেই উপলক্ষ্যেই থিম পার্টির আয়োজন করেছিল রোশন পরিবার। সেখানে মার্কিন লেখক স্কট ফিটজেরাল্ড এবং তাঁর স্ত্রী চিত্রকর ও…