কিছু না পরেই ঘুরে বেড়ানো যায় এই ৫ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন?
ফ্রান্সের নগ্ন শহর বা Naked City—- Cap d’Agde। নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, নোনা হাওয়া আর বালির তাত। ফ্রান্সের এই সমুদ্রতটে থাকার সময় লোকেরা যা খুশি তাই পরে থাকে। আবার জামা কাপড় না পরে ঘোরাঘুরি করলেও কেউ কিছুই বলে না। এখানে মানুষকে কাপড় ছাড়া রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাবে। মল, রেস্তোরাঁ, রিসর্ট, সর্বত্র মানুষ পোশাক ছাড়া ঘোরাফেরা করে এবং এই শহরের নিয়ম অনুযায়ী তা সম্পূর্ণ বৈধ। এ ব্যাপারে কোনও বাধা নেই। (Feed Source: news18.com)