ভাঙা হাতেই ডায়মন্ড লিগে নেমেছিলেন! নিজেই জানালেন নীরজ! দায়বদ্ধতা দেখে মুগ্ধ সকলে
সম্প্রতি ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া। ভাঙা হাতেই খেলেছিলেন ডায়মন্ড লিগে, তবুও ময়দান ছাড়েননি। লড়াই জারি রেখেছিলেন, দিয়েছিলেন নিজের সেরা। তবে পিটার অ্যান্ডারসন ফার্স্ট হওয়ায় রানার্স আপ হয়েই এবারের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিন থ্রো ইভেন্টের মরশুম শেষ করলেন নীরজ। আপাতত চোট কাটিয়ে আগামী বছর ভালোভাবে মাঠে ফেরার দিকেই টার্গেট দিতে চলেছেন নীরজ। ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জ্যাভলিন থ্রোতে, এবছর প্যারিসে গিয়েও রৌপ্য পদক জিতে আসেন নীরজ। দেশকে গর্বিত…

