‘দো পত্তি’ থেকে ‘হীরামাণ্ডি’, ওটিটির বহু প্রতীক্ষিত ৫ ফিল্ম
নয়াদিল্লি: বিনোদন এখন মানুষের হাতের মুঠোয়। প্রত্যেক সপ্তাহে প্রেক্ষাগৃহে একগুচ্ছ সিনেমা মুক্তির পাশাপাশি দর্শক অপেক্ষায় থাকেন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) একগুচ্ছ সিনেমা ও সিরিজ মুক্তির। তেমনই একগুচ্ছ আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে তৈরি বলিউড (Bollywood) যেগুলির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সাধারণ মানুষ। মুক্তির অপেক্ষায় ‘দো পত্তি’ থেকে ‘হীরামাণ্ডি’! এক ঝলকে বহু প্রতীক্ষিত ফিল্মগুলো। ‘দো পত্তি’ (Do Patti) মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল ও কৃতী শ্যানন। থ্রিলার ঘরানার ফিল্ম এটি যা খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে…