বট ও অশ্বত্থের বিয়ে ফালাকাটা থানার মন্দির প্রাঙ্গনে ! আমন্ত্রিত পুলিশকর্মী-সহ ১৫০০ জন
আলিপুরদুয়ার: এমনই প্রাচীন গ্রামীন রীতির আয়োজনে গোটা ফালাকাটার মানুষই ভীড় জমালো থানা চত্ত্বরে। প্রাচীনতম ভালোবাসা আজ যেনও পরিণতি পেল এক পুলিশ কর্মীর মধ্যস্ততায়! যাতে সামিল হলেন অন্যান্য পুলিশকর্মী ও তাঁদের পরিবারেরা। ফালাকাটা থানা চত্ত্বরের কালিমন্দির সংলগ্ন প্রাচীনতম বট-অশ্বত্থের শুভবিবাহের এই আয়োজন করেছিল ফালাকাটা থানা আবাসন শ্যামাপুজো কমিটি। তবে কেন এই উদ্যোগ পুলিশ কর্মীর ? জানা যায়, মালদা থেকে গত মাস চারেক আগে ফালাকাটায় পোস্টিং হয়ে পরিবার-সহ এসেছেন এএসআই দিলিপ কুমার সরকার। শতাব্দী প্রাচীন এই বট-অশত্থের মিলন দেখে তার স্ত্রীর…

