কসমেটিক্সের দোকান, মেয়েদের আনাগোনা লেগেই থাকে, পুলিশ তল্লাশি চালাতেই সবাই অবাক!
Sonbhadra Latest News: পুলিশি অভিযানে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। উত্তরপ্রদেশের সোনভদ্রের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায়।কসমেটিক্সের দোকানে কী মিলল? রঙ্গেশ সিং, সোনভদ্র: মন্দিরের পাশে একটি বাড়িতে কসমেটিক্সের দোকান। মেয়েদের আনাগোনা লেগেই থাকে। ইদানীং ছেলেপুলেরাও যেতে শুরু করেছিল। কেনাকাটার পর হাতে প্লাস্টিক ঝুলিয়ে বেরিয়ে আসত। এমন কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছিলেন আশপাশের লোকজন। ছেলেরা আবার কবে থেকে কসমেটিক্সের দোকানে যেতে শুরু করল? পুলিশের কাছেও খবর ছিল। তবে সেটা অন্যরকম। সেই খবরের উপর…