Penguin Post Office: সারাদিন ধরে শুধু পেঙ্গুইন গুনে যেতে হবে, এটাই চাকরি! করবেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারাদিন শুধু ঢেউ আর ঢেউ গোনা, এ গোনার নেই কোনও শেষ! এক বিখ্যাত বাংলা গানের কথা। সেই ভাবনাই ফের মনে উদিত হতে পারে এই ঘটনার জেরে। ব্রিটেনের এক সংস্থা বিচিত্র এক চাকরির সুযোগ করে দিচ্ছে। কেন বিচিত্র? এই চাকরিতে শুধু বসে-বসে পেঙ্গুইন গুনতে হবে। এ গোনার নেই কোনও শেষ। এল বিশ্বের একেবারে দক্ষিণ প্রান্তে বিচিত্র এক চাকরির সুযোগ। এই কাজে আর কিছু না, সারাদিন ধরে শুধু পেঙ্গুইন গুনে যেতে হবে। পোর্ট লকরয় অঞ্চলে প্রায়…