এবার মহার্ঘ হবে বিদ্যুৎ! কয়লা সংকটের মাঝেই চিন্তা বাড়ালেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী
দেশে কয়লার জোগানে দেখা দিয়েছে ঘাটতি। এই আবহে কয়লা আমদানি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে তাতে তৈরি হয়েছে নয়া ধন্দ। আমদানিকৃত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে খরচ বাড়তে চলেছে। এই পরিস্থিতির জন্য অবশ্য নিজেদের ঘাড়ে দোষ চাপাতে নারাজ কেন্দ্র। বরং পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ঘাড়েই এই পরিস্থিতির দায় চাপালেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং। পাশাপাশি মন্ত্রী জানান, চাহিদা বাড়ার পাশাপাশি এবার বিদ্যুতের দামও বাড়বে। আমদানিকৃত কয়লা থেকে উৎপাদন হওয়ায় ইউনিটে ৬০ থেকে ৮০ পয়সা পর্যন্ত বিদ্যুতের…