প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা
কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে বাংলার দাপট চলছে। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যদের বঢোদরাকে হারিয়েছিল কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। বর্ষশেষে কেরলকেও রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে দিল বাংলা। যে জয়ের নায়ক প্রদীপ্ত প্রামাণিক ও সায়ন ঘোষ। হায়দরাবাদে প্রথমে ব্যাট করে প্রদীপ্তর ৭৪ রানের লড়াকু ইনিংসের সুবাদে বাংলা নির্ধারিত ৫০ ওভারে তোলে ২০৬/৯। প্রদীপ্ত ছাড়াও ব্যাট হাতে সফল কণিষ্ক শেঠ (৩২ রান), কৌশিক মাইতি (২৭ রান) ও সুমন্ত গুপ্ত (২৪ রান)। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৮২…

