Pratyusha Banerjee Death case: প্রত্যুষার মৃত্যুর আসল কারণ কী চাপা দেওয়া হয়েছে? রাহুলের দাবি ঘিরে বিতর্কের ঝড়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৬ সালে টেলিভিশন তারকা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ। তখন থেকেই তাঁকে ঘিরে তোলপাড় হয় দেশজুড়ে-অভিযোগ ওঠে খুনের, সমাজমাধ্যমে চলে প্রকাশ্য দোষারোপ। দীর্ঘদিন পর, একান্ত সাক্ষাৎকারে রাহুল জানালেন সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা, প্রত্যুষার মানসিক অবস্থা এবং নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের কথা। রাহুল বলেন, প্রত্যুষা তাঁকে জানিয়েছিলেন নিজের পরিবারের বিশেষ করে বাবার আচরণ তাঁকে কতটা মানসিকভাবে ভেঙে দিত। তিনি জানান, ‘ও খুব ভেতর থেকে নড়ে যেত। ওর…


