হাই-টেনশন তারে চড়বড় শব্দ! জেনে নিন ঠিক কতটা ক্ষতির আশঙ্কা, না হলে বিপদ বাড়বে
কলকাতা: হাইওয়ে দিয়ে যেতে গেলে অনেক সময়ই রাস্তায় হাই-টেনশন বিদ্যুতের তার দেখা যায়। বিশেষত বৃষ্টির সময় এই তার থেকে চড়বড় করে শব্দ হয়। তাতে অনেকেই ভয় পেয়ে যান। সাধারণত এই তার অনেক উঁচুতে থাকে। তবু অনেক সময় এই সব তার থেকে এক ধরনের শব্দ আমাদের কানে আসে। আমরা অনেকেই এই শব্দ শুনেছি। কিন্তু বুঝতে পারি না কেন এমন শব্দ হয়, কোথা থেকেই বা এই শব্দ বের হয়! ছোটরা প্রশ্ন করলে প্রায় কেউই বলতে পারেন না কোথা থেকে এই শব্দ…