Calcutta Medical College initiaves Naibedyo: ৩০০ অনাথ শিশুকে ‘নৈবেদ্য’ কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারদের! স্বাস্থ্য-সহ পড়াশোনা- চলবে বছরের খরচ…
নবনীতা সরকার: রাজ্য-সহ সারা দেশে যখন ডাক্তারদের নিয়ে অসন্তোষ চরমে, রোগী মৃত্যু, চিকিত্সায় অবহেলা, রোগীকে ভর্তি না নেওয়া, রেফার-সহ একগুচ্ছ অভিযোগে ডাক্তারদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় প্রায়ই, সঙ্গে আরজি করের মতো ঘটনা আর জুনিয়র ডাক্তারদের বিদ্রোহে সমাজে ডাক্তারির মতো মহান সেবার পেশা কলুষিত হচ্ছে, ঠিক তখনই কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তাররা দিলেন নৈবেদ্য। আর এই নিবেদন সমাজের সেই সমস্ত অনাথ অবহেলিত বাচ্চাদের যাদের দু’বেলা দু’মুঠো খাওয়া যেন বিলাসিতা। তাঁদের জন্য এক অভিনব উদ্যোগে সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমী যেন অন্য মাত্রা নিল।…

)