Washington: এবার ভারতীয় সাংবাদিকের উপর খালিস্তানিদের হামলা! চলল গালিগালাজ, লাঠিপেটাও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রমশ বড় আকার ধারণ করছে খালিস্তানিপন্থীদের আন্দোলন, হামলা, কার্যকলাপ। বারবার ঘটঠে ছন্দপতন। এবার খালিস্তানিদের হাতে আক্রান্ত হলেন এক ভারতীয় সাংবাদিক। অভিযোগ, গালিগালাজ শুনতে তো হয়েছেই, এমনকি খেতে হয় মারও। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে। ভারতীয় দূতাবাসের বাইরে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন খলিস্তানপন্থীরা। সেই ঘটনা নিয়ে খবর করতে গিয়ে সেখানে আক্রান্ত হলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝা। সাংবাদিকের উপর হামলার এই ঘটনার নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে ভারতীয় দূতাবাসের বাইরে বেশ কিছু খলিস্তানপন্থী…