ম্যাচ হারতেই মারমুখী এনরিকে! পেদ্রোকে সপাটে চড়! জোয়াও বললেন, ‘আমি ছাড়াতে গেছি’
মেটলাইফ স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় চেলসি। প্রথমার্ধেই চেলসি ৩-০ গোলে এগিয়ে যায়। এরপর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি কোনওমতেই ম্যাচে ফিরতে পারেনি। জোয়াও পেদ্রোকে দিয়ে একটি গোল করানোর পাশাপাশি একাই দুটি গোল করেন ইংলিশ ফুটবলার কোল পালমার। বাঁপায়ের নিখুঁত প্লেসিং এবং অ্যাসিস্টে তিনি মুগ্ধ করে দেন মাঠে উপস্থিত দর্শকদের। ফরাসি দলটির গোলরক্ষক ডোনারাম্মার কিছুই করার ছিল না গোল তিনটির ক্ষেত্রে, কারণ তাঁদের ডিফেন্সের ল্যাপস বড্ড বাজে ভাবেই নজরে আসে।…

