Short Film: জীবন বাঁচাই, কসাই নই! নিগ্রহের বিরুদ্ধে ছবি বানালেন ডাক্তারেরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিদ্ধান্ত, দ্য ডিসিশন। এই শর্ট ফিল্মের গল্পকার, সংগীত পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা সকলেই পেশাদার চিকিৎসক। চিকিৎসক নিগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এই ছবিতে। কেন এই ছবি তৈরির পরিকল্পনা জানালেন, অ্যাপোলোর ENT বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. অভীক ঘোষ। এই ছবি প্রযোজনা করেছেন তিনি, পাশাপাশি অভিনয়ও করেছেন। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ডা. অভীক ঘোষ জানান, ‘কোভিডের সময় ডাক্তারদের মাথায় উপরে করে রেখেছিল সবাই। তারপর কোভিড বিদায় নেওয়ার পরই পশ্চিমবঙ্গ সহ ভারতের আরও অনেক…