Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিতর্কেও খামতি নেই অল্লু অর্জুনের ছবির আয়ে, নতুন রেকর্ড গড়তে চলেছে ‘পুষ্পা ২’
বিতর্কেও খামতি নেই অল্লু অর্জুনের ছবির আয়ে, নতুন রেকর্ড গড়তে চলেছে ‘পুষ্পা ২’

কলকাতা: ব্যক্তিগত জীবনে তিনি যতই আইনের ফাঁদে পড়ুন না কেন, তাঁকে নিয়ে যতই চর্চা হোক না কেন, বক্স অফিসে কিন্তু কার্যত অপ্রতিরোধ্য় তাঁর ছবির গতি। ইতিমধ্যেই তাঁর ছবি আয় করে ফেলেছে কোটি কোটি টাকা। শুধু তাই নয়, দিন যত বাড়তে, তত বাড়ছে আয়। কিছু জায়গায় তো আয়ের ওপর ভিত্তি করে বাড়ানো হয়েছে শো-ও। তাঁর পরে মুক্তি পাওয়া ‘বেবি জন’ যখন বক্সঅফিসে ধুঁকছে, তখন বক্সঅফিসে রাজ খালি ‘পুষ্পা ২’-এর ই। অল্লু অর্জুনের এই ছবি ইতিমধ্যেই প্রচুর টাকা উপার্জন করে ফেলেছে।…

Read More