‘যতরকম ভাবে পরিবারটিকে সাহায্য করা যায় করব’, জানিয়ে দিলেন অল্লু অর্জুন
কলকাতা: শুক্রবার সারাটা দিন ধরে যেন সিনেমার মতোই চিত্রনাট্য লেখা হল অল্লু অর্জুনের বাস্তব জীবনেও। প্রথমে গ্রেফতার, নিম্ন আদালতে ১৪ দিনের জেল হেফাজত, তারপর হাইকোর্টে জামিন। অনিয়ন্ত্রিত ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অল্লুকে কেন দায়ী করা হবে? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন বহু তারকা। তবে শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেয়েছেন অল্লু। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন হয়। এরপর সাংবাদিক সম্মেলন করে অল্লু অর্জুন বলেন, ‘আমি যখন ওখানে পরিবারের সঙ্গে বসে সিনেমাটি দেখছিলাম…