এশিয়ার সেরাদের তালিকায় ভারতের ৭টি প্রতিষ্ঠান, রয়েছে রাজ্যের খড়গপুর আইআইটি
#শঙ্কর রাই, পশ্চিম মেদিনীপুর: ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ (QS Asia University Rankings)- এর বিচারে উচ্চতর এবং কারিগরি শিক্ষায় এশীয় সেরাদের তালিকায় জায়গা করে নিল ভারতের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-ও। রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই তালিকায় দেশের সেরা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি মুম্বই (IIT Bombay)। এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মুম্বই রয়েছে ৪০তম স্থানে। গত বছরের তুলনায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় দু’ধাপ…