Medicine: সাবধান! ‘কোয়ালিটি টেস্ট’-এ ফেল প্যান-ডি, প্যারাসিটামলের মতো ৫০টিরও বেশি ওষুধ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাবধান! বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। কথায় কথায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক এবার ছাড়ুন। গ্যাসের ওষুধ, সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিনও। ‘কোয়ালিটি টেস্ট’ পাস করতে পারেনি ৫০টিরও বেশি ওষুধ। সাম্প্রতিক এক রিপোর্টে তেমনই দাবি। কোয়ালিটি মার্কস তো দূর অস্ত, রিপোর্টে বাজার চলতি ৫৩ ওষুধ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডারড কন্ট্রোল অরগানাইজেশন বা সিডিএসসিও। যেমন, প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসারটন, ক্লাভাম ৬২৫। বাদ যায়নি অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধও।তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধও। অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স…