Germany’s Recession: আসছে বড় আকারের মন্দা! বিশ্ব জুড়ে কর্মীছাঁটাইয়ের আশঙ্কা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের প্রথম কোয়ার্টারেই ইঙ্গিত ছিল আর চতুর্থ কোয়ার্টারে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছিল। জার্মানির অর্থনীতিতে ধীরে ধীরে বড় হচ্ছিল নেগেটিভ গ্রোথের ছায়া। এবার সেই আশঙ্কাই সত্যি হল। নেগেটিভ গ্রোথ ডেকে নিয়ে এল অর্থনৈতিক মন্দা। কেননা, আমেরিকার ডলারের তুলনায় ইউরোর দাম কমল। বৃহস্পতিবারই এই খবর মিলল। বিশ্বের চতুর্থ এবং ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানি। এবার সেখানেও আর্থিক মন্দার ছায়া। এই পরিস্থিতিতে সেখানে নতুন করে কর্মী ছাঁটাই শুরুর আশঙ্কাও দেখা দিয়েছে। ‘এএএ’ রেটিং হল একটা…