দেবের মুখে ‘জয় শ্রীরাম’, রামনবমীর মিছিলে সায়নীও, তারকাখচিত রামনবমীর ছবি
By : ABP Ananda | Updated at : 17 Apr 2024 04:37 PM (IST) ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেবের গলায় এবার জয় শ্রীরাম ধ্বনি। বুধবার রামপুজোর আয়োজন করেছিল ঘাটালের রামনবমী উৎসব কমিটি। ছবি – দেবের ফেসবুক প্রোফাইল গত কয়েক বছরে ‘জয় শ্রীরাম’ ধ্বনির আলাদা করে পরিচিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বহু ক্ষেত্রে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখে, পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। ছবি – দেবের ফেসবুক প্রোফাইল রামনবমীর অনুষ্ঠানে দেবের এই…