‘রাম তেরি গঙ্গা মইলি’র বুকের দুধ খাওয়ানোর দৃশ্য নিয়ে এতদিনে মুখ খুললেন মন্দাকিনী
মন্দাকিনীকে মনে আছে? আশির দশকের শেষদিকে রাজ কাপুর পরিচালিত সুপারহিট ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’ (Ram Teri Ganga Maili)-তে সুপারবোল্ড অবতারে আসমুদ্রহিমাচলের ঘুম কেড়েছিলেন এই সুন্দরী কন্যে। এটি ছিল তাঁর প্রথম ছবি। এরপর বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেন মন্দাকিনী (Mandakini)। শেষবার ‘জোরদার’ (১৯৯৬) ছবিতে দেখা গিয়েছিল মন্দাকিনীতে। এরপর আচমকাই শোবিজ জগত থেকে হারিয়ে যান তিনি। ২৬ বছরের বিরতির পর ফিরছেন মন্দাকিনী। সৌজন্যে তাঁর প্রথম সিঙ্গল ‘মা ও মা’ (Maa O Maa)। আর নতুন সফরে সঙ্গী পুত্র রব্বিল ঠাকুর…