Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঝুড়ি ঝুড়ি চাঞ্চল্যকর অভিযোগ! যাদবপুরে ‘হুমকি-চিঠি’ কাণ্ডে ধৃত রানা আসলে কে?
ঝুড়ি ঝুড়ি চাঞ্চল্যকর অভিযোগ! যাদবপুরে ‘হুমকি-চিঠি’ কাণ্ডে ধৃত রানা আসলে কে?

কলকাতা: শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রফেসর রানা রায় নিজের পাতা ফাঁদেই ফাঁসলেন। রানা রায় নিজের ফেসবুক লাইভ করেই পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর, চলতি মাসে ২ সেপ্টেম্বর টালা থানায় অভিযোগ হয় প্রফেসর রানা রায়ের বিরুদ্ধে। পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু নিজেই ধরা দেয় অভিযুক্ত রানা। রীতিমতো পুলিশকে হুমকি দিয়ে ফেসবুক লাইভ করেন তিনি। হুমকি দিয়ে জোরালো দাবি জানিয়ে বলেন, তাঁকে কোনওভাবেই নাকি পাবে না পুলিশ। সবার থেকে নজর এড়িয়ে দিব্যি পালিয়েছিলেন অভিযুক্ত অধ্যাপক। আর ফেসবুক লাইভ করেই পুলিশের জালে সেই রানা রায়।…

Read More