ক্যানসারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচান রতন টাটা! বুকে তাঁর মুখ আঁকলেন ব্যক্তি
নয়াদিল্লি : রতন টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বের শিল্পমহলে শোকের ছায়া৷ ভারতে সবচেয়ে বেশি৷ তারকা শিল্পপতির মৃত্যুর পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও রতন টাটাকে ভুলতে পারেননি কেউ৷ এক ব্যক্তি তাঁর প্রতি সম্মান দর্শনের জন্য বুকে তাঁর ছবি ট্যাটু করিয়ে নিলেন৷ যে ছবি ইতমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ বিশ্বজুড়ে অনেকের হৃদয়েই এখনও বেঁচে আছেন রতন টাটা। তাঁর করে যাওয়া একাধিক প্রকল্প অগুনতি মানুষের জীবন বাঁচিয়েছে৷ এবার তাঁরাই শিল্পপতির…