কারেন্ট চলে গেলেও চিন্তা নেই! ঘণ্টার পর ঘণ্টা চলবে এই বাল্ব, আলোকিত হবে ঘরের কোণ
Inverter LED Bulb: এমন অবস্থায় রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, অন্ধকারে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিষয়টি মাথায় রেখে বাজারে চলে এসেছে এক বিশেষ ধরনের বাল্ব। বাজারে লঞ্চ করা হয়েছে বাজাজ ইনভার্টার রিচার্জেবল বাল্ব, যা গ্রাহকদের এক চার্জে একটানা ৪ ঘন্টা পর্যন্ত আলো দিতে পারে।