পুলিশের জাদুকরি চশমায় কী বিশেষত্ব? হাই-টেক চশমা ভিড়ের মাঝেও অপরাধীদের খুঁজে বের করবে মুহূর্তেই!
দেশের রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তাকে অভেদ্য করে তুলতে এবার দেখা যাচ্ছে ‘স্মার্ট পুলিশিং’-এর এক অনন্য রূপ। দিল্লি পুলিশের বহরে যুক্ত হয়েছে এক ধরনের ‘জাদুকরি’ কালো চশমা, যা শুধু রোদ থেকে চোখ বাঁচানোর জন্য নয়, বরং সন্ত্রাসী ও ভয়ংকর অপরাধীদের জন্য হয়ে উঠবে কালস্বরূপ। প্রথমবার ব্যবহৃত এই এআই চশমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—সামনে দিয়ে যাঁরাই হেঁটে যান, তাদের প্রত্যেকের পরিচয় চোখের পলকেই শনাক্ত করতে পারে। বুধবার দিল্লির ব্যস্ত রাস্তায় পুলিশ কর্মকর্তাদের এই চশমা পরে টহল দিতে ও এর ট্রায়াল…

