বাইক আছে আপনার? কতদিন আর কত কিমি পর সার্ভিস করান? জেনে নিন নিয়ম কী!
কলকাতা: বাইকের নিয়মিত সার্ভিসিং করানো জরুরি। না হলে নানা সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হল, কতদিন বা কত কিলোমিটার চালানোর পর বাইকের সার্ভিসিং করানো উচিত? এর কোনও বাঁধাধরা সময় নেই। এটা নির্ভর করে বাইকের মডেল এবং চালক কীভাবে ব্যবহার করেন, তার উপর। তবে বাইক সার্ভিসিংকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম সার্ভিসিং: প্রথম সার্ভিসিং হয় ৩০০ থেকে ৫০০ কিলোমিটারের মধ্যে। অর্থাৎ নতুন বাইক ৩০০ কিলোমিটার চালানোর পর সার্ভিসিং করিয়ে নিতে হবে। এই সময় বাইকের ইঞ্জিন, ব্রেক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ…