Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি
দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি

মুম্বই: যে কোনও ধর্মেই উৎসব এক বিশেষ দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সূত্রটি হল দানকর্মের। কোনও পবিত্র অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, যতক্ষণ না তা দানকর্মের মাধ্যমে সম্পূর্ণ হয়। যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অতি সুলভে দেশকে দান করে চলেছে নিনরন্তর নানা পরিষেবা, এবার তারই দানকর্মের এক মহত্তর রূপ প্রকাশ্যে এল দীপাবলির পূণ্য লগ্নে। জানা গিয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি সোমবার শিরডি সাই মন্দিরে গিয়েছিলেন, সেখানে তিনি বিকেলের আরতিতে অংশ নেন। দীপাবলি উপলক্ষে শিরডি সাইবাবা…

Read More