৬০০ লাইন কোড লিখে রকেট বানাল ১১ বছর খুদে, চমকে গিয়েছে সারা বিশ্ব
মাত্র ৪ বছর বয়স থেকেই রকেটের প্রতি বিশেষ আগ্রহ ছোট্ট ছেলেটির। সেই আগ্রহকে কাজে লাগিয়েই, এবার অসম্ভবকে সম্ভব করেছে সে। চিনের এই ১১ বছর বয়সী ছেলে সম্প্রতি একটি রকেট তৈরির জন্য ৬০০ লাইন কোড লিখে অনলাইন সেলিব্রিটি হয়ে উঠেছে রাতারাতি। ছেলেটির নাম ইয়ান হংসেন, তিনি পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের পঞ্চম শ্রেণির ছাত্র, যিনি চিনের সবচেয়ে ছোট ‘রকেট বয়’ হিসাবে বিখ্যাত হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট দৌইন-এ তার ৪,৪০,০০০ ফলোয়ার রয়েছেন। ইয়ান পরে বড় হয়ে চিনের সাতটি মর্যাদাপূর্ণ সিভিল ডিফেন্স…