রাত ৩টে অবধি কাজ করার দরকার নেই! কর্মসংস্কৃতি নিয়ে মিথ ভাঙলেন সুইগি সিইও
সারাদিন ধরে কাজ করা, ব্যক্তিগত জীবন জলাঞ্জলি দিয়ে, সফলতার লক্ষ্যে, কাজকেই অমর সঙ্গী বানিয়ে নেওয়া, সুস্থ জীবন দিতে পারে বলে মনে করেন না সুইগির সিইও রোহিত কাপুর। যদিও অনেকেই এই চিন্তাভাবনার সঙ্গে একমত, কিন্তু কাপুরের মতে, এটি একটি অত্যন্ত ভুল পদ্ধতি। কারণ, এতে বড় ঝুঁকি রয়েছে। কর্ম-জীবনের ভারসাম্য বজায় না রাখলে, শুধুই সফল হওয়ার নেশায় ছুটতে থাকলে, তা মানসিক চাপ, উদ্বেগ এবং একাধিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ব্যক্তিগত জীবন সবার আগে সম্প্রতি, বেঙ্গালুরুতে টেকস্পার্কস ইভেন্টে, এ প্রসঙ্গেই…