সাবালেঙ্কাকে থামিয়ে ফরাসি ওপেন জিতলেন কোকো গফ! সেরেনার পর রেকর্ড-বুকে মার্কিন
রুদ্ধশ্বাস ফরাসি ওপেন ফাইনালে মহিলাদের সিঙ্গলসে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন কোকো গফ। ২০০২ সালে সেরেনা উইলিয়ামসের পর কনিষ্ঠতম মার্কিন হিসেবে জিতলেন ফরাসি ওপেন। বিশ্বের ১ নম্বর সাবালেঙ্কার বিরুদ্ধে শনিবার রাতে নেমেছিলেন বিশ্বের ২ নম্বর মহিলা সিঙ্গলস তারকা কোকো গফ। প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো গফ। তখন মনে হচ্ছিল, আধিপত্য দেখিয়েই হয়ত পরের সেটও জিতে নিতে পারেন সাবালেঙ্কা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মার্কিন তারকা। প্রথম সেট ৭-৬ ফলে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে সাবালেঙ্কাকে তেমন সুযোগই দেননি কোকো গফ।…


