জিতেও লাভ হল না জার্মানির, বিদায় বিশ্বকাপ থেকে ! শেষ ষোলয় জাপান, স্পেন
#দোহা: বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির৷ গ্রুপ ই -র শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৪- ২ গোলে জিতলেও শেষরক্ষা করতে পারল না৷ গ্রুপ ই তে- একটি জয়, একটি ড্র একটি হারের ফলে বাই বাই কাতার হল তাদের৷ Photo Courtesy- Twitter