রয়্যাল এনফিল্ড-এর জন্য সোনা ফলাচ্ছে এই মডেল! প্রতি মাসে যা বিক্রি হচ্ছে, ভাবতে পারবেন না!
Royal Enfield- সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের মোট বিক্রির ৪৩ শতাংশ এসেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর হাত ধরে। এমনটাই জানিয়েছে কোম্পানি। কলকাতা: চলতি বছরের সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের বিক্রি বেড়েছে ৬.৮২ শতাংশ। বিক্রি হয়েছে মোট ৭৯,৩২৬ ইউনিট। গত বছরের সেপ্টেম্বরে ৭৪,২৬১ ইউনিট বিক্রি হয়েছিল। এই বৃদ্ধির পিছনে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের মোট বিক্রির ৪৩ শতাংশ এসেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর হাত ধরে। এমনটাই জানিয়েছে কোম্পানি। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৪টি মডেলই ৩৫০ সিসি সেগমেন্টের। মোট বিক্রির ৯০ শতাংশ…